নিজস্ব প্রতিবেদক:‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- স্নোগানে কসামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে রাববার (৫ অক্টোবর) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটির্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, নিউগভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তাগণ শিক্ষকদেও মর্যাদা ও জাতি গঠনে তাঁদেও ভৃমিকা বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.