সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে পূজা চলছে : স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: সারা বাংলাদেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ বৃহস্পতিবার সকালে গুলশান ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সবার সৃষ্টিকর্তা একই। কেউ আল্লাহ, কেউ ভগবান বলি। একেকজন একেক নামে ডাকি। অর্থাৎ উনার নাম বিভিন্ন কিন্তু তিনি একই। হিন্দু হোক কিংবা মুসলমান, উনি আমাদের সৃষ্টি করেছেন। ’
তিনি বলেন, ‘সারা বাংলাদেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন আমরা খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদ্‌যাপন করেছি। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।’
নূরজাহান বেগম বলেন, ‘আমাদের ইসলাম ধর্মেও বলা আছে, ‘‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন, অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে।’’ এখানে সম্প্রতিটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটাই যদি মনে রাখি, তাহলে আমাদের সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।’
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.