নাটোরে কৃষকের জালে আটকে পড়া গন্ধগোকুল উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় কৃষকের জালে আটকে পড়া একটি বাগডাশ বা গন্ধগোকুল উদ্ধার করেছে পরিবেশকর্মী ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপরুল সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক গাহারুল প্রামানিক জানান, তার জমিতে দেওয়া জালে আটকা পরে এই প্রাণীটি।
পরে অন্যদের সাথে নিয়ে তিনি জালসহ প্রাণীটিকে স্থানীয় বাজারে নিয়ে আসেন এবং পরিবেশকর্মীদের খবর দেন।
বাংলাদেশ জীববৈচিত্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক মোঃ ফজলে রাব্বী জানান, স্থানীয় এলাকাবাসী কৃষকের জালে আটকে পরা গন্ধগোকুল উদ্ধারের জন্য তাদের খবর দেয়। তারা তাদের টিমসহ স্থানীয়দের সাথে নিয়ে গন্ধগোকুলটিতে উদ্ধার করে বিকেলেই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।
এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতা উজ্জল রহমান, মিঠুন দেবনাথ,পরিবেশকর্মী নাইম হোসেন, সাহিনুর রহমান নয়ন ও ফিরোজ মাহমুদ রবিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.