বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি নৌকার বহরের প্রায় সকল জাহাজের অবস্থা পরিবর্তন করে ইসরাইল কর্তৃক আটক করা হয়েছে অথবা ‘আটকে গেছে বলে ধরে নেওয়া হয়েছে’ বলে জানিয়েছে ফ্লোটিলা ট্র্যাকার।
অবশিষ্ট এবং এখনও চলমান বলে মনে করা হচ্ছে এমন চারটি জাহাজের মধ্যে রয়েছে: সামারটাইম-জং এবং শিরিন, উভয়ই আইনি সহায়তা নৌকা। ফিলিস্তিনি জলসীমায় প্রবেশকারী প্রথম নৌকা মাইকেনো এবং ম্যারিনেট এখনও যাত্রা করছে।
কমপক্ষে ২১টি নৌকা আটকের পর ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা ত্রাণ বহরের উপর ইসরাইলের ‘আক্রমণ ও আগ্রাসনের’ নিন্দা জানিয়েছে।
তারা বলেছে যে, তারা জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং তাদের ‘নিরাপত্তা ও কল্যাণের’ জন্য ইসরাইলকে দায়ী করছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.