শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল আবরার বলেন, ধর্ম শিক্ষাকে কেন্দ্র বিন্দুতে রেখে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে। যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের জন্য অবদান রাখতে পারেন।
তিনি বলেন, অতীতে ধর্ম বিশ্বাস ও পোশাকের কারণে অনেকে হয়রানির শিকার হয়েছে। জঙ্গি নাটক সাজানো হয়েছে, শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকলেও এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাতে নয়, ভোট হবে দিনে।
এছাড়াও মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে যুগোপযোগী করার নানা উদ্যোগের কথা জানান উপদেষ্টারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.