আদমদীঘিতে পুজা উদযাপন পরিষদের বিভিন্ন মন্ডব পরিদর্শন 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন আদমদীঘি উপজেলা পজা উদযাপন পরিষদের নেতৃবর্গ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সহ পুজা উদযাপন পরিষদের অন্যান্ন নের্তৃবৃন্দ সরজমিনে বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
এবার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট ৬৬ টি পুজা মন্ডবে শারদীয় দূর্গাপুজা অনুষ্টিত হচ্ছে। শারদীয় দুর্গাপুজায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার বাহিনী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী সহ সকলে সার্বিক সহযোগীতায় করায় পুজা উপযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞা প্রকাশ করেন আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবর্গ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.