বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নাগরিক ফোরামের আলোচনা সভা ও র‌্যালি

 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে তথ্য অধিকার দিবস উদযাপন করেছে নাগরিক ফোরাম। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের রামপালে নাগরিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত।
রামপাল একটি উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকা। লবনাক্ততা, নদী ভরাট, ঘূর্ণিঝড় ও জোয়ারের উচ্চতা বৃদ্ধির মতো পরিস্থিতি এখানকার অনেক মানুষকে জলবায়ূ উদ্বাস্তে পরিণত করেছে।
পরিবেশ বিপর্যয়ের প্রভাব পড়েছে এলাকার কৃষি, অর্থনীতি ও সামাজিক জীবনে। বর্তমান ডিজিটাল সময়ে এলাকার জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন তথ্য সহজলভ্য করতে তা অন লাইনে প্রকাশ ও সংরক্ষণ করা প্রয়োজন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রামপাল উপজেলা নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম একথা বলেন। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এ বছরের প্রতিপাদ্য “পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত”।
উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের প্রতিপাদ্যের আলোকে আলোচনা করেন উপজেলা নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন, রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নী, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন ও মো. মোহতাদির প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
এর আগে একটি বর্ণাঢ্য রেলি রামপাল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
বেসরকারী সংস্থা উই ক্যান ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা বাগেরহাটের রামপাল উপজেলার দুটি ইউনিয়নে নাগরিকদের অধিকার বিষয়ক সক্ষমতা বাড়াতে ‘নাগরিক’ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়নে এলাকাবাসী সমন্বয়ে গঠিত উপজেলে ও ইউনিয়ন নাগরিক ফোরাম যৌথভাবে দিবসটি পালন করলো। এম্বাসী অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.