পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেক স্বৈরাচারের জন্ম হবে : ফিরোজ হায়দার লাভলু 

‎লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার খেলার মাঠে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
‎‎লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কালীগঞ্জ ও আদিতমারী আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর নেতৃত্বে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কলেজের সামনে গিয়ে শেষ হয়।
‎তাদের দাবিগুলো হলো, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে নির্বাচন পদ্ধতি চালু করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারে জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ফিরোজ হায়দার লাভলু বলেন, ‎জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না। পি আর পদ্ধতির মধ্যেদিয়ে ভোট লুটপাট বন্ধ হবে।পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে এ দেশে আরেক স্বৈরাচারের জন্ম হবে বলে তিনি মন্তব্য করেন।
‎এ সময় কালীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার লাভলু, দলগ্রাম ইউনিয়ন হিন্দু শাখার সভাপতি ডা. সুবাশ চন্দ্র রায় সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.