নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,এই জিয়া পরিবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভৃমিকা রেখেছে। ১৯৭১ সালে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে এহিয়া খানের কাছে চলে গেলেন। তখন জাতি এক হতাশার মধ্যে, সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সেদিন জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, সেই ঘোষণায় বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এখন গর্ব করে বলি আমরা বাংলাদেশের সন্তান আগামী দিনে আন্তর্জাতিক এবং জাতীয় কোন ষড়যন্ত্র যেন দানা বেঁধে উঠতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
গতকাল বৃহম্পতিবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইডস এ মহানগর বিএনপি দক্ষিন যুক্তরাষ্ট্র আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাধারণ স¤পাদক বদিউল আলম, আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহম্মদ, মোস্তফা কামাল বাবুল প্রমুখ।
সমাবেশে দুলু আরো বলেন, আওয়ামী লীগ চীর দিন নোংরা রাজনীতি করেছে। তাদের চীর দিনের বদ অভ্যাসের অংশ হিসেবেই জাতীসংঘের অধিবেশনে যাওয়া বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তারা অশোভন আচরণ করার অপচেষ্টা করেছে। দেশেও আওয়ামী লীগ নানা ভাবে অরাজকতা তৈরীর ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পকে সকলকে সজাগ থাকতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.