উজিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গনহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় উজিরপুর ডাকবাংলো থেকে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আল আমিন সরদার,সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে সমাপ্ত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.