চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত যৌথ অভিযানে টহলদল মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী কমান্ডার লে. সাঈদ মাহমুদ সাদান (বিএন) ও বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহীনুর রহমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.