ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন

চট্টগ্রাম ব্যুরো: দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন দেশের অন্যতম শীর্ষ বেসরকারী বিমান সেবাদানকারী সংস্থা ইউএসবাংলা কর্তৃক “বেস্ট পার্টনার” অ্যাওয়ার্ডএ ভূষিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ৩০০টির অধিক ট্রাভেল এজেন্সীর অংশীদারদের উপস্থিতিতে  অনুষ্ঠিত ইউএসবাংলার পার্টনার রিট্রিট ২০২৫, মালদ্বীপে এই এ্যাওর্য়াড প্রদান করা হয়।
ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোঃ মোজাহেদ হোসেন মিঠু ট্রাভেল জোনের পক্ষে এই এ্যাওয়ার্ড গ্রহন করেন।
ট্রাভেল জোন পরিবারের এই অর্জনে ট্রাভেলজোন পরিবার গর্বিত এবং তাহার গ্রাহকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ট্রাভেল জোন দেশে ও বিদেশে এয়ার টিকেটিং, ভিসা প্রসেস, ওমরা ও হজ্ব কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.