নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গুরুত্বপূর্ণ অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছেন ৯৩ আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন।
গতকাল সোমবার বিকেলে রাজশাহীর সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে ব্রিগেড কমান্ডার রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ ও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে দুপুর সাড়ে তিনটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাজ্জাদ হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.