একই রশিতে অন্তসত্তা স্ত্রী সহ স্বামীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় একই সাথে গলায় রশি পেচিয়ে অন্তসত্তা স্ত্রীসহ স্বামী আত্নহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন, উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তসত্তা স্ত্রী ছকিনা বেগম (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগম বিবাদ লাগে। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। যা নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তার অন্তসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে একই ধরনার সাথে পাশাপাশি জড়িয়ে ধরে রশিতে ঝুলে আত্নহত্যা করেন।
রাতেও তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের দু’জনের ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুনবী বলেন, চেয়ারম্যানকে বিচার দেয়ায় অভিমানে তারা দু’জনে আত্নহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.