ভারী বৃষ্টিতে স্পেনে আকস্মিক বন্যা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।প্রতিবেশী দেশ ফ্রান্সের দক্ষিণ-পূর্বেও ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় ১০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্পেনে বন্যার ফলে রেল ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির কাতালোনিয়া এলাকায় অন্তত একজন মৃত্যু হয়েছে।
দমকলকর্মীরা জানান, বার্সেলোনার কাছে সান্ট পেরে দে রিউডেবিটলেস শহরের একটি নদীতে দমকলকর্মীরা বন্যার পানিতে ভেসে যাওয়া দুই ব্যক্তি ও তাদের গাড়ির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকর্মীরা নদীতে একটি লাশ দেখতে পেয়েছেন।
দমকলকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘কর্তৃপক্ষ তদন্ত করছে যে লাশটি চলমান অনুসন্ধান করা ব্যক্তিদের মধ্যে একজনের কি-না।’
স্পেনের আঞ্চলিক নাগরিক সুরক্ষা পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিনির্বাপক দল ভূমিধসের পর বার্সেলোনার উত্তর-পশ্চিমে সেন্ট জোয়ান ফানিকুলারে আটকা পড়া ২৭ জনকে উদ্ধার করেছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে স্পেনের দ্বিতীয় ব্যস্ততম বার্সেলোনা বিমানবন্দর থেকে আসা বেশ কয়েকটি ফ্লাইটকে বিলম্বিত ও বাতিল করা হয়েছে।
ভূমিধস ও গাছ ভেঙে পড়ার কারণে কিছু রুটে যাত্রীবাহী রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া কার্যালয় এইএমইটি জানিয়েছে, কাতালোনিয়ার কিছু এলাকায় মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রতি বর্গমিটারে ৪০ লিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে স্পেনের প্রতিবেশী রাষ্ট্র ফ্রান্সের দক্ষিণ-পূর্বেও ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় ১০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মার্সেই বিমানবন্দরকে অন্যান্য শহরে অবতরণের জন্য বেশ কয়েকটি ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়।
কর্মকর্তারা মার্সেই ও প্যারিস সেন্ট-জার্মেইনের মধ্যে একটি ডার্বি ফুটবল ম্যাচসহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান সোমবার পর্যন্ত স্থগিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.