টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি বুঝে না। পুর্বে যেভাবে ভোট দিয়েছে। যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সে পদ্ধতিতেই ভোট দিবে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে এরা ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে টাঙ্গাইলের ১২টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের বিপক্ষে অবস্থান মানে এদেশের জনগনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি। আমরা বলতে চাই আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যাতে এই টাঙ্গাইলে কোন সন্ত্রাস না থাকে, কোন চাদাবাজি না থাকে, কোন নৈরাজ্য না থাকে। সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল চাই এবং উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই টাঙ্গাইলকে গড়ে তুলবো।
মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.