ভারতে অবস্থান করা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি: জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তবে বর্তমানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন- এ আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। পরে গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আবেদনটি মঞ্জুর করেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ পাওয়া উল্লেখ্যযোগ্য অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।
মামলার অভিযোগে সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২১ জুলাই ভাটারা থানাধীন এলাকায় ভিকটিম জাহাঙ্গীর আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে আসামিরা দাঙ্গা তৈরি করেন। আওয়ামী লীগের অর্থের জোগানদাতাদের মদতে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন ছত্রভঙ্গ করতে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হন এবং পরে মারা যান। ওই ঘটনায় এ বছরের ২৪ ফেব্রুয়ারিতে ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.