ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানায় এই জিডি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর (পেশকার) ফরহাদ আহমেদ।
জিডিতে উল্লেখ করা হয়, ‘ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন নাম এবং উপজেলা নির্বাহী অফিসারের ছবি ব্যবহার করে কে বা কারা উপজেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এমতাবস্থায়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে জালিয়াতি এবং গুজব ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘ইউএনও ইসলামপুর জামালপুর’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করি। এই আইডিতে ব্যবহৃত ছবি দিয়ে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেগুলো থেকে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদকে দিয়ে থানায় জিডি করা হয়েছে।
তিনি ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি এবং গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বিটিসি নিউজকে বলেন, ইউএনও অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.