নেপালে বিক্ষোভের সময় আগুনে পোড়ানো ভবন থেকে মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৭২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নেপালে জেনারেশন জেডের চালানো বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। রোববার নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দুর্নীতিবিরোধী বিক্ষোভের সময় আগুনে পোড়ানো সরকারি অফিস, বাড়ি এবং অন্যান্য ভবন থেকে অনুসন্ধান দল মৃতদেহ উদ্ধার করার পর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
নেপালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার ঘটনায়, গত সপ্তাহের শুরুতে মূলত তরুণ নেপালিরা রাজধানী এবং অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন। তাদের তীব্র বিক্ষোভের জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।
সংঘর্ষ বাড়ার সাথে সাথে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। যাদের মধ্যে কেউ কেউ সুপ্রিম কোর্ট, সংসদ, পুলিশ পোস্ট, রাজনীতিবিদদের বাড়ি এবং ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথোকি বলেন, শপিং মল, বাড়ি এবং অন্যান্য ভবনে আগুন লাগানো বা আক্রমণের শিকার হওয়া অনেক মানুষের মৃতদেহ এখন পাওয়া যাচ্ছে।
শনিবার পর্যন্ত আপডেট করা তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের পূর্ববর্তী মৃত্যুর সংখ্যা ছিল ৫১ জন। রোববার সর্বশেষ তথ্যে দেখা গেছে যে সহিংসতায় কমপক্ষে ২,১১৩ জন আহত হয়েছেন।
এদিকে, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অলির স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি হিমালয় জাতির নেতৃত্বদানকারী প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ৫ মার্চ নতুন সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছেন।
রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণকারী কার্কি বলেন, সরকার অস্থিরতায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ রুপি (প্রায় ৭,১০০ ডলার) ক্ষতিপূরণ দেবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি ভবনে কাজ শুরু করেন, যা বিক্ষোভের সময় পুড়ে যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.