অবৈধ যান চলাচল বন্ধ না হলে দক্ষিণাঞ্চলে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের হুমকি

বাগেরহাট প্রতিনিধি: অবৈধ যান চলাচল বন্ধ না হলে দক্ষিণাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বাস মিনিবাস-কোচ ও মাইক্রোবাস চলাচল বন্ধ রাখার হুমকি দিয়েছে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাজাহান মিনা, সহ সভাপতি মোঃ জিয়াউদ্দিন শেখ (জিয়াম), যুগ্ম সাধারন সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আঃ খালেক মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মিনা, সড়ক সম্পাদক সরদার জসিম, মোঃ মাহমুদ হোসেন মিনা ও মোঃ নাসিম আহমেদ শাকিল।
খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল এই পাঁচ জেলার সাতটি বাস মালিক সমিতির পক্ষে লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মালিক-শ্রমিকরা বৈষম্য ও আর্থিক ক্ষতির শিকার হয়ে আসছে।
অনুমোদনবিহীনভাবে বিআরটিসির নাম ব্যবহার করে নিলামকৃত গাড়ি সড়কে নামানো হচ্ছে, যা বেআইনি। স্থানীয় ডিপো ম্যানেজারদের যোগসাজশে একটি বিশেষ মহল এ ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়া অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত যাত্রী বহন করছে। এসব যানবাহনের চালকদের লাইসেন্স বা অভিজ্ঞতা নেই, ট্যাক্সও দেয় না। ফলে ঘনঘন দুর্ঘটনা ঘটছে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যদিও হাইকোর্ট ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের ১০টি জেলায় এ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, দূরপাল্লার পরিবহনগুলো নিয়ম-নীতি উপেক্ষা করে বিভিন্ন মোড়ে কাউন্টার খুলে লোকাল যাত্রী তুলছে। এতে মালিক-শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইসঙ্গে সড়কে বিশৃঙ্খলা বাড়ছে।
সমিতির পক্ষ থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, ৫ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে ৬ অক্টোবর থেকে ৫ জেলার সাতটি বাস মালিক সমিতির গাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.