মোরেলগঞ্জে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর উত্তর ও পূর্ব অঞ্চলের ১০টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষের প্রাণের দাবি “প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন” চাই ব্যনারে বিভিন্ন সময়ে দাবি তুলে আসছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে সভাপতিত্ব করেন এ্যাড. এসকেন্দার আলী খান।
সভায় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারি এ্যাড. শেখ নজরুল ইসলাম কাজল, বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক, বাগেরহাট জেলা তাঁতী দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি, সেলিমাবাদ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ৯০’র জাতীয়তাবাদী ছাত্র দল ফোরাম বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ মোস্তফাজামান লিটু, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মোরেলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক খান মাশরুর রহমান, বনগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, চিংড়াখালী বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস সোবাহান, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান রেজাউল হোসেন, ৯০’র ছাত্র দল ফোরাম সেলিমাবাদ কলেজ শাখার আহ্বায়ক খান ফেরদৌস হোসেন, সেলিমাবাদ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক জিএস মোঃ মাসুদ খান, এজিএস আরিফুজ্জামান আরিফ, ক্রীড়া সম্পাদক ও পুটিখালী বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সোহাগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমাবাদ কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য মোঃ শাহজাহান, সেলিমাবাদ কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস খান তুষার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিঠু, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ রাসেল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ তারেক, তেলিগাতী ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি খান মিজানুর রহমান মিজু, দৈবজ্ঞহাটী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ তুহিন প্রমুখ।
এছাড়া তেলিগাতী ও বনগ্রাম ইউনিয়ন থেকে জামাতের প্রতিনিধি, বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি তুলে আসছি। আশা করছি নতুন সংগ্রা পরিষদের ১৪৯ বিশিষ্ট কমিটি আগামি দিনে বাস্তবায়নের লক্ষে কাজ করবেন। আমাদের দাবি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.