কক্সবাজার প্রতিনিধি:অভিনব কৌশলে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা নিয়ে যাচ্ছিল এক পাচারকারী। তার কাছে থাকা আচারের প্যাকেটে লুকানো ছিল ইয়াবা। সন্দেহ হলে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত ‘জ্যাক’ দিয়ে তল্লাশি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সবশেষ আচারের বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা দেখিয়ে দেয় জ্যাক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ বিজিবির চেকপোস্টে এ ঘটনা ঘটে। ইয়াবা পাচারের অভিযুক্ত ওই যুবককে আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, শুক্রবার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মঞ্জুর আলমকে সন্দেহ হলে বিজিডি-সিপাহী ও প্রশিক্ষিত ডগ ‘জ্যাক’ (নারকোটিক্স স্নিফার, জার্মান শেফার্ড) এর সহায়তায় তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মঞ্জুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে মোট ২৮টি বার্মিজ আচারের প্যাকেট (সবুজ রঙের ২৭টি ও সাদা রঙের ১টি) উদ্ধার হয়। এগুলোর ভেতর অভিনব কায়দায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।
লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম জানিয়েছে টেকনাফের ইব্রাহীম নামে এক ব্যক্তি ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য বলে। বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেন। উদ্ধার ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.