নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিমান চত্বর এলাকায় এই কর্মসূচি পালিত হয় এবং প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “খরা মৌসুমে রাজশাহীসহ এই অঞ্চলের অনেক এলাকা মরুভূমির মতো হয়ে যায়, যার কারণে তীব্র গরম অনুভূত হয়। তাই তারুণ্যের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে ১ কোটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, বোয়ালিয়া পশ্চিম থানার সভাপতি শামসুল আলম মিলু, বোয়ালিয়া পূর্ব থানার সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান মিজান এবং মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ, সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.