দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা 

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্ময়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা দুর্ণীতি কমিশন, সজেক এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, দিঘলিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফাতেমা মেমোরিয়ালের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, গাজীরহাট হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সেনহাটি এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ লষ্করসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রতিযোগী ছাত্র-ছাত্রীবৃন্দ। কর্মসূচীর মধ্যে ছিল ইউনিয়ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা।
ইউনিয়ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয় দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়।
সেনহাটি ইউনিয়নে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ান ও চন্দনীমহল এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। বারাকপুর ইউনিয়নে চ্যাম্পিয়ন হয় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয়। গাজীরহাটে হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় এবং রানার্সআপ হয় হাজী নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয় সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল এবং রানার্সআপ হয় হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় দল। শ্রেষ্ঠ তার্কিক হলেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুসারাতুন নাহার মৌমি।
উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সানিয়া ইসলাম (রোল নং-১), ২য় হয়েছেন ৭ম শ্রেণির ছাত্রী ঐশি আক্তার (রোল নং-২) এবং তৃতীয় স্থান অধিকার করেছে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদাউস আজিজ (রোল নং-৩)।
অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.