নুরকে দেখতে ঢামেকে নৌ উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউ’তে যান তিনি।
এ সময় নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন নৌ উপদেষ্টা।
সেখানে কিছুক্ষণ কথা বলে পরে সকাল পৌনে ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন এম সাখাওয়াত হোসেন। এ সময় তার সঙ্গে ঢামেকের পরিচালক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.