দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩১ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার মোঃ আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা ওসি (তদন্ত) মোঃ হেলালুজ্জামান, দিঘলিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার সহ উপজেলাস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক এবং ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাগণ উক্ত সভায় মাদক, সন্ত্রাস, মব, ইভটিজিং, চুরি, খাস জমিতে দোকান নির্মাণ, ফুটপাতে কাঁচা দোকান, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো (বেপরোয়া গতিতে), বাজার মনিটরিং, খাদ্যে ভেজাল রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অতঃপর একই জায়গায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.