বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে বৃক্ষরোপণ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত জেলা শহরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন এবং ১৫০০ বিভিন্ন গাছের চারা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উদ্যোগে এবং বাংলালিংক টেলিকম এর সহায়তায় সকালে জেলা শহরের জেলা আদর্শ স্কুল মাঠে গাছের চারা রোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচী শুরু করেন অতিথিগণ। কর্মসূচীতে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জের মনামিনা কৃষি খামারও।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিবছর দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদ বৃক্ষরোপণ করেছে। এই কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলালিংক, মনামিনা কৃষি খামার।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর এমন পরিবেশ বান্ধব কর্মসূচী গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অতিথিগণ ও সুধিজন এবং শিক্ষার্থীরা। কর্মসূচীতে সহাযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টাগণ ও স্বেচ্ছাসেবী সদস্যরা।
সকালে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আফাজ উদ্দিন।
অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, নবাবগঞ্জ সরকারী কলেজের আরবী ও ইসলামী স্টাডিজ এর প্রভাষক হাবিবুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ, বৃক্ষপ্রেমি কার্তিক পরামানিক।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য কবি এনামুল হক তুফান, অব. প্রধান শিক্ষক ফারুকা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষারোপন কর্মসূচীর সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর জেলা সমন্বয়ক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।
এদিকে, বাংলালিংক টেলিকম কর্তৃপক্ষের বগুড়ায় বিশেষ জরুরী সভা থাকায় বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত থাকতে পারেন নি জেলার দায়িত্বরত কর্মকর্তা (পিওসি) মোঃ মাজহারুল ইসলাম। তবে তিনি পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহায়তা করেছেন। পরে পার্শ্ববর্তী ইম্পেরিয়াল স্কুলে বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
এই কর্মসূচীতে স্কুলের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও স্থানীয় একটি তাহ্ফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
এদিকে, নবাবগঞ্জ সরকারী কলেজেও বৃক্ষরোপন করা হয়। কর্মসূচীতে অংশ নেয় ৪টি প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা। সকল কর্মসূচীতে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, কম্পিউটার সহকারী রাশিদা রুমকিসহ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ সার্বিকভাবে সহায়তা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সেচ্ছাসেবী সদস্য আহমেদ বিপ্লব, আব্দুল জাব্বার, হাইউল ইসলাম, অহেদা খানম, খাদিজাতুল কুবরাসহ অন্যরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কাটিমন আম, বেল, শিউলি ফুল, বকুল ফুল, বাসক, কাঠাল, মেহগনি, ডালিম, অর্জুন, ছাতিয়ান, আমলকি, বহেড়া, চালতা, কানাইডিংগা, বদ্যনারকেল, হরিতকি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব ও সকলের প্রচেষ্টায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদ বিশিষ্টজনদের। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.