BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারগঞ্জ লাগাতার কর্মসূচী ঘোষনা, সকল দপ্তরের কার্যক্রম বন্ধ

মাদারগঞ্জ লাগাতার কর্মসূচী ঘোষনা, সকল দপ্তরের কার্যক্রম বন্ধ

জামালপুর প্রতিনিধি: মাদারগঞ্জ উপজেলায় ২৩টি সমবায় সমিতি গ্রাহকদের টাকা উত্তোলনকে কেন্দ্র করে টাকা উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, (সাবেক চেয়ারম্যান) রতন মাস্টার, আব্দুর রহিম সোনা ও আসমা আক্তারের নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে সরকারি অফিসসূমহের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।

ফলে সেবা গ্রহীতারা সরকারি সকল সেবা সূমহ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি সকল দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ জনগনের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এখন পর্যন্ত উপজেলা প্রশাসন হতে অফিস চালু করার ব্যাপারে কোন উদ্দ্যেগ গ্রহণ করা হয়নি। জনমনে প্রশ্ন উঠেছে এভাবে কয়দিন উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ রাখলে টাকা উদ্ধার হবে? এদিকে টাকা উদ্ধার সহায়ক কমিটির আহবায়কের অনুমতিক্রমে নির্বাচন অফিসের কাজ চলমান রয়েছে ।

তথ্যসূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গত মঙ্গলবার হতে টাকা উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু মাইকিং করে সমিতির গ্রাহকদের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হতে বলে এবং সকাল ৯ টায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আন্দোলনকারীরা প্রতিটি সরকারি দপ্তরে ডুকে সকল কর্মকর্তা/কর্মচারিদের অফিস ঘর ত্যাগ করার জন্য হুমকি প্রদর্শন করে। সরকারি অফিসের কর্মকর্তা/কর্মচারিরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে অফিস ত্যাগ করতে বাধ্য হয়। পরে তারা উপজেলা সাবরেজিষ্টার কার্যালয়ে ঢুকে একজন কে মারধর করে এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রধান ফটকে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

ভুক্তভোগী গ্রাহকদের সাথে করা বলে জানা যায়, মাদারগঞ্জ আল আকাবা, শতদল, স্বদেশ, নবদ্বীপ, পরশমনি, আল আকসা, আশার আলো, রংধনু, রূপসী বাংলা, শ্যামল বাংলা, দারিদ্র বিমোচন, সোনালী সমাজ কল্যাণ সংস্থা সহ বেশ কিছু সমবায় সমিতি টাকা রেখে দীর্ঘদিন যাবত তারা টাকা পাচ্ছেনা। ফলে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও সহ সকল দপ্তরের কার্যক্রম বন্ধ করার ঘোষনা করে। তারা দ্রুত টাকা উদ্ধারে ব্যবস্থার জোর দাবী জানান।

অন্যদিকে গ্রাহক সোবাহান জানান, আমরা টাকা জমা রেখেছি। আমাদের টাকা ফেরৎ চাই।

এদিকে অভিযোগ রয়েছে, টাকা উদ্ধার কমিটির যুগ্ম আহ্বায়ক রতন মাষ্টার একজন সরকারি কর্মচারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে দিনের পর দিন স্কুল ফাঁকি দিয়ে সরকারি অফিস তালাবদ্ধ সহ বিভিন্ন দপ্তরে গিয়ে নানা রকম হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সাথে যোগযোগ করা হলে নাম্বার রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মিস ইউনিভার্সের মুকুট জেতেননি মিথিলা, তবু যা বললেন… মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা হার্টের রোগীদের জন্য হাঁসের ডিম খাওয়া নিরাপদ কি না? ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে – দুলু ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া কাদের হিংস্র, অশিক্ষিত, জানোয়ার বললেন সুনিধি?