রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব-৫ সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।
​মতবিনিময়ের সময় অধিনায়ক মাসুদ পারভেজ বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, “অনেক সময় সমাজে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই মানুষের সামনে উঠে আসে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করার গুরুত্ব তুলে ধরেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র‍্যাব-৫ সর্বদা অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় প্রস্তুত। ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় র‍্যাব-৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.