নিজস্ব প্রতিবেদক: পাবনার আতাইকুলার থানার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সরোয়ার হোসেন (৪৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে লক্ষীপুর – বালুঘাটার আঞ্চলিক সড়কের ইসলামপুর ভাংগা জলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সরোয়ার হোসেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের বাঐকোলা ৮ নং ওয়ার্ডের রানিং মেম্বার এবং তোফাজ্জল প্রামাণিক তোফাই এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার হোসেন মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর থেকে ইসলামপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.