নিজস্ব প্রতিবেদক:জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সোমার হ্যাট্রিকের সুবাদে ৮-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে সোমা পারভিন ৪টি, মনিরা ২টি, সুজিতা ও আফরিন ১টি করে গোল করেন।
খেলা শেষে জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন।
এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.