নিজস্ব প্রতিবেদক:জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দ্যোগে রাজশাহী বিভাগের ২ গ্রুপে ৬টি দল নিয়ে শনিবার (১৬ আগস্ট) বিকেল শুরু হয়েছে জেএফএ অনুর্ধ-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের রাজশাহী ভেণ্যুর খেলা।
উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ইনথিয়ার হ্যাট্রিকের সুবাদে ১০-০ গোলে সফররত নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে জেরিন ১, ইনথিয়া ৩, নিলা ২, মিথিলা ২ ও সাকিবা ২টি করে গোল করেন।
এদিকে দিনের অন্য খেলায় সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা মনিরা ও সোমার হ্যাট্রিকের সুবাদে ১১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দলের দলের পক্ষে মনিরা ৪, মনি রানী ২, সুচিতা ১ ও সোমা ৪টি করে গোল করেন।
আজকের খেলায় নঁওগা, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও স্বাগতিক রাজশাহী জেলা অংশ নেবে।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহীূ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। এর আগে তিনি বলেন খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে। খেলাধুলা করলে শরীল মন ভালো থাকে তেমনি পড়া লেখা করলে উচ্চতর ড্রিগ্রী অর্জন করা যায়।
একজন ছেলে বা মেয়ে যে খেলা পছন্দ করে তাকে সেই খেলায় উৎসাহ যোগান দিতে হবে। তবেই ওই খেলোয়াড় জাতীয় আর্ন্তজাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহনের যোগত্যা অর্জন করতে পারবে।
জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.