দেওয়ানগঞ্জে ডিবি-২ এর অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-৭

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৮৩ বোতল ভারতীয় মদ ও তিন টি রাম দা, দুটি ছুরি সহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর সদস্যরা।

৪ আগস্ট দিবাগত রাত ৩ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পূর্ব পাথরের চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা যায়, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি-২ এর সদস্যরা পাথরের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ, তিনটি রাম দা, দুটি ছুরি জব্দ করা হয়। এসময় আটক করা হয় সাত মাদক ব্যবসায়ীকে।
আটককৃতরা হলেন, ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারী এলাকার পলাশ মিয়া (৪২), একই গ্রামের আব্দুল আয়েল (৪২), পাথরের চর এলাকার শাহজাহান আলী (৪৫), রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার জাহিদুল ইসলাম (৩৮), একই এলাকার মো. শাহীন (২৪) কুমারের চর এলাকার মিষ্টার আলী (৪৫), একই গ্রামের সবুজ মিয়া (৩০)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর ওসি রুহুল আমিন তালুকদার বিটিসি নিউজকে জানান, আটককৃতদের মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ডিবি-২ এর মাদক বিরোধী অভিযান ও অপরাধ দমনে অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.