বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান পালিত হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহত কসবার একমাত্র শহীদ উপজেলার সৈয়দাবাদ গ্রামের শহীদ জুবায়ের এর কবরস্থানে জেলা প্রশাসকের পক্ষে পুষ্পস্তবক দিয়ে দিবসটির সূচনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
একে একে কসবা উপজেলা প্রশাসন, স্বাস্থ কমপ্লেক্স, কসবা পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও কসবা প্রেসক্লাব শহীদ জুবায়ের এর কবরস্থানে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করেন।
পরে জুবায়েরসহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
এসময় কসবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, কসবা উপজেলা জামাতের নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা প্রকোশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মো. আহম্মদুর রহমান, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক লোকমান হোসেন পলা, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদ মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লাহ হোলালী, উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, এসময় শহীদ জুবায়েরের এর স্বজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজৈনৈনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
উল্লেখ্য,কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের খান বাড়ির ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আহমেদ খান এর ছেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (BUP) এর আইন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জোবায়ের ওমর খান গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আনোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়ে মিডফোর্ড হাসপাতালে মারা যান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.