বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ৪১ জন ফিলিস্তিনি বাংলাদেশ থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি হয়ে গাজায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছেন। এ জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিন।
রবিবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এ কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা এবং ফিলিস্তিনি রাষ্ট্রদূত। উভয় দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দু’জনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়
বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ দিয়েছে— এ জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারকে ধন্যবাদ জানান।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগিতার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।
বর্তমানে গাজায় যে সংকট চলছে, এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসাসেবা প্রদান করছেন, এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি। যখন ফিলিস্তিন মুক্ত হবে, তখন তারা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অবদানের পরিপূরক হিসেবে বাংলাদেশের এ ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.