রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মার্চেন্ট ট্রেডার্স চত্বরে “জুলাইদ্রোহ” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি এবং ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, পৌর আমির আব্দুর মাতিন বিশ্বাস, যুববিভাগের সভাপতি মোকাররম হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি শামিম হোসেন এবং পৌর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের নেতা সাব্বির রহমান।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতিবছর এই কর্মসূচি পালিত হয়। রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতা বৃদ্ধি ও মানবসেবার উদ্দেশ্যেই এমন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.