সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা ও সালথা উপজেলা ছাত্রলীগের কথিত সাধারণ সম্পাদক মো. শাহিন আলম (২৬)।
শনিবার (২ আগস্ট) ভোররাতে ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। শাহিন আলমের পিতা মো. হায়দার মোল্যা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাহিন আলম এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শাহিন আলমের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি কোতোয়ালি থানার একটি ভাঙচুর মামলায়ও তাকে অভিযুক্ত করা হতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.