BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেফতার

জামালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে গত ১২ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহম্মেদ পলিন (২৪), সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি মো: হারুন অর রশিদ (৪৯), ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম (৪২), মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রঞ্জু মিয়া সুজন (৩০), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান (৩৫), বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুমন মিয়া (৩৫), সাধুরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো: দুদু মিয়া (৬৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: শাহজাহান (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মিস ইউনিভার্সের মুকুট জেতেননি মিথিলা, তবু যা বললেন… মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা হার্টের রোগীদের জন্য হাঁসের ডিম খাওয়া নিরাপদ কি না? ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে – দুলু ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া কাদের হিংস্র, অশিক্ষিত, জানোয়ার বললেন সুনিধি?