লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে একজন।
রবিবার (২০ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবব্রত রায় (৪৮) রংপুরের রাধাবল্লব হারাটি গ্রামের ক্ষিতীশ চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন দেবব্রত। আদিতমারী উপজেলার ভাদাই কাছারি বাজার এলাকায় যাবার পথে নামুড়ি বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-০৮৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যায় দেবব্রত রায়। এ সময় আহত হয় মোটরসাইকেলে থাকা স্ত্রী মিষ্টি রানী (৩০) ও পুত্র মিথিল চন্দ্র (৬)।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে ট্রাকটি থানায় আটক আছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.