বাগেরহাট প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবিও অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য-কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠান করেছে বাগেরহাট জেলা জাসাস।
শনিবার (১৯ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ মানববন্ধনের আয়োজন করে।
জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সদস্য সচিব নারগীস আক্তার লুনার সঞ্চলনা অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, মহিলা দলের সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি, সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।’ ঘৃন্য এমন অপকর্মের প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.