রাজশাহীর খড়খড়িতে ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ৫১ সদস্যের বণিক সমিতি গঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় “খড়খড়ি বাইপাস বাজার ব্যবসায়িক বণিক সমিতি” ৩ বছর মিয়াদি একটি ৫১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (৬ জুলাই) খড়খড়ি বাইপাস চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন দুখুকে সভাপতি এবং ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হলেন, হাজী মো: গিয়াস উদ্দিন, দুলাল উদ্দিন, সাইদুর রহমান, আরিফুর জামান আরিফ। যুগ্ম সম্পাদক শ্রী বিষনা, হুমায়ুন, মুর্তজা, আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, পলাশ। কমিটির কোষাধ্যক্ষ হলেন মোখলেসুর রহমান বাবু, মাইনুল হক, তোফাজ্জল ইসলাম এবং দপ্তর সম্পাদক হোসেন আলী, রবিউল ইসলাম, তরিকুল ইসলাম। প্রচার সম্পাদক হলেন জনি উদ্দিন, সেন্টু, আয়নাল, মধু।
খড়খড়ি বাইপাস বাজার ব্যবসায়িক বণিক সমিতি কমিটির সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন, জালাল উদ্দিন, ওয়াসিম, তাজু, জান মোহাম্মদ, আলম, জাহাঙ্গীর, কামাল, সেলিম, তসলেম, আজিমুদ্দিন, রফিক, মিজান, কালাম, খাজদার, আসাদুল, ফরিদ, আতাউর, জীবন, শামীম রানা, শরিফুল, সুজন, কামাল, শামসুল, নয়নসহ আরও অনেকেই।
সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, খড়খড়ি বাইপাসের সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং একে অপরের সহযোগিতার জন্য এই কমিটি করা হয়েছে। ভবিষ্যতে বাইপাসের সকল ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠার জন্যও কাজ করবে এই ব্যবসায়িক বণিক সমিতি বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.