বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে একটি বাণিজ্যিক সুড়ঙ্গ ধসে আটকা পড়েছিলেন ৩১ জন শ্রমিক। তবে তাদের সবাইকেই সুস্থভাবে উদ্ধার করা গেছে বলে বুধবার (৯ জুলাই) নিশ্চিত করেছেন নগর কর্মকর্তারা।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, শ্রমিকরা ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গের ভেতরেই অন্য একটি নিরাপদ অংশে পৌঁছান, যেখানে তাদের আরও কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের প্রায় আট কিলোমিটার দূরে সুড়ঙ্গের মূল প্রবেশপথে ফিরিয়ে আনা হয়।
ফায়ার চিফ রনি ভিলানুয়েভা বলেন, শ্রমিকদের ধ্বংসস্তূপ পেরিয়ে বের হয়ে আসতে হয়েছে। তারা নিজেরাই বের হওয়ার পথ তৈরি করেছেন, পরে তাদের উদ্ধার করা হয়।
ধসেপড়া সুড়ঙ্গটি ছিল ১৮ ফুট চওড়া এবং ধসের সময় সেখানে ২৭ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আরও ৪ জন উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশ করেন সহায়তার জন্য।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি স্যানিটেশন ডিস্ট্রিক্টস-এর প্রধান প্রকৌশলী রবার্ট ফেরান্টে বলেন, যে অংশে ধস নামে, তা মূলত ইতিমধ্যে তৈরি অংশ ছিল। সেখানকার মাটি চাপে পড়ার ফলে আংশিক ধস ঘটে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, সব শ্রমিকই এখন নিরাপদে আছেন এবং তাদের খোঁজ পাওয়া গেছে। আমি কিছু শ্রমিকের সঙ্গে কথা বলেছি। তাৎক্ষণিকভাবে সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে যুক্ত হওয়ায় সব প্রথম সাড়া-দাতা সদস্যদের ধন্যবাদ জানাই।
ধসেপড়া অংশটি ছিল লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্লিয়ারওয়াটার প্রকল্পের অংশ। এই প্রকল্পের আওতায় ৭ মাইল দীর্ঘ একটি নতুন সুড়ঙ্গ নির্মিত হচ্ছে, যার মাধ্যমে এলাকার স্যুয়ারেজ ব্যবস্থা উন্নত করা হবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.