বিশেষ (ঢাকা) প্রতিনিধি:মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য জানিয়েছে।
এছাড়া বৈঠকে বাংলাদেশে ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.