ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা বাজারে গণ সংযোগ শেষে পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
গণ সংযোগ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই সম্ভাব্য এমপি প্রার্থী শিক্ষাবিদ শরিফুল ইসলাম খান ফরহাদ এতে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে সকলকে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এজন্য আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি উপজেলা বাসীর উন্নয়নেও সকলের সহযোগীতা কামনা করেন।
সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মাহামুদুল হক প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.