পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাড়ি উচ্ছেদ করে খাস জমি উদ্ধার করেছে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। মঙ্গলবার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদার পারা গ্রামের সোনারবান মৌজার ১ নং খাস খতিয়ানের ১২ শতক জমি উদ্ধার করে উপজেলা ভূমি অফিস।
এসময় পুলিশ, গ্রাম পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, মসজিদের মুসল্লিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভূমি অফিস এবং স্থানীয়রা জানায়, জামাদার পাড়া জামে মসজিদের সাথে লাগানো ১২ শতক খাস জমিতে অবৈধ ভাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছিলেন ওই গ্রামের মৃত: তফিজ উদ্দিনের তিন ছেলে খলিল মিয়া, মজনু মিয়া, এবং ফয়জুল হক।
মসজিদ শ্রেণীভুক্ত ওই জমি দীর্ঘদিন থেকে এলাকাবাসী জমির দখল ছেড়ে দেয়ার জন্য তাদেরকে আহ্বান জানায়। এ নিয়ে স্থানীয় ভাবে বিচার শালিসও হয়। কিন্তু কোনভাবেই জমি ছেড়ে না দেয়ায় একসময় তারা ভূমি অফিসের দ্বারস্থ হন।
সবকিছু পর্যবেক্ষণ ও তদন্ত করে সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বসত বাড়ি সরিয়ে জমি মসজিদ কতৃপক্ষের কাছে ছেড়ে দেয়ার জন্য বেশ কয়েবার নির্দেশনা দেয়া হয়। কিন্তু প্রশাসনের নির্দেশনাকেও মানছিলোনা তারা। এ সময় খাস জমির উপরে থাকা পাঁচটি ঘর সহ দুটি বাড়ি গ্রামবাসীদের সহযোগীতায় উচ্ছেদ করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি বলেন, সরকারি নির্দেশনাকে অমান্য করে সরকারি জমি দখল করে তারা জোর করে বসবাস করছিলো। এই জমি মসজিদের নামে রের্কডভুক্ত।
স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে এবং সরকারি জমি উদ্ধার আইন অনুযায়ী এ উচ্ছেদ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.