বিটিসি স্পোর্টস ডেস্ক:উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বেশ একটা ধাক্কা খেয়েছে স্পেন। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গত দুবারের ব্যালন দ’র জয়ী আইতানা বনমাতি।
অসুস্থতার কারণে শুক্রবার জাপানের বিপক্ষে ৩-১ গোলে জেতা প্রীতি ম্যাচে খেলতে পারেননি বনমাতি। ম্যাচের পর স্পেন কোচ মনসে তুমে তারকা মিডফিল্ডারের অসুস্থতার কথা জানান।
“চিকিৎসকরা বলেছেন, এটা নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস নিয়ে কথা বলা ভীতিকর, তবে তা নিয়ন্ত্রণে আছে। আইতানা (হাসপাতালে) থাকবে এবং কতদিন সে দলের বাইরে থাকবে, তা নিশ্চিত নয়।”
হাসপাতালের বিছানায় শুয়েই সতীর্থদের জয় উপভোগ করেন বনমাতি। ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ছবি পোস্ট করেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
২০২৩ ও ২০২৪ সালে ব্যালন দ’রের পাশাপাশি ফিফা বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেন বনমাতি। ২০২৩ সালে স্পেনের বিস্ময় জাগিয়ে বিশ্বকাপ জয়ের মূল কারিগরদের একজন ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৮ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন বার্সেলোনা তারকা।
তাই তার এই অসুস্থতা নিশ্চিতভাবেই স্পেনের ইউরো জয়ের মিশনে অনেক বড় ধাক্কা। আগামী ২ জুলাই পর্দা উঠবে এবারের উইমেন’স ইউরোর। এর পরদিন ‘বি’ গ্রুপে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে স্পেনের। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.