নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার তেবাড়িয়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালবেলা এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মোজাম্মেল হোসেন সকালে নিজ বাড়ির একটি আম গাছে উঠে কাঁচা বাঁশের ঝোকা দিয়ে আম পাড়ার চেষ্টা করছিলেন। গাছটির ভেতর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধান তাবশত তার ব্যবহার করা বাঁশের ঝোকাটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে পড়ে তার নিথর দেহ।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে লাশ উদ্ধার করে।
ওসি মনিরুল ইসলাম আরও জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.