বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটস এর উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সোমবার (২৩ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কাব কার্নিভাল-২০২৫ এর উদ্বোধন উপলক্ষে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন করা হয়।
কাব কার্নিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউটস এ সভাপতি মো. মাসুদ রানা।
এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাদের স্কাউট কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান।
এর আগে মহারাজার পোশাকে কাব কার্নিভালে অংশ নিলে স্কাউটস লিডার ও স্কাউট সদস্যরা ইউএনওকে স্বাগত জানান।
কাব কার্নিভাল উপলক্ষে এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশিদ, জেলা স্কাউটস লিডার মোহাম্মদ বরকত আলী, কমিশনার আজাহার আলী সাজু সহ স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী কাব কার্নিভালে অংশ গ্রহণ করেন। কাব কার্নিভালে বিভিন্ন খেলাধুলা, শুদ্ধচার চর্চা, সততা, কুইজ, সৃজনশীলতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.