বাগেরহাটপ্রতিনিধি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর চিংড়ি গবেষণা কেন্দ্র,বাগেরহাট এর আয়োজনে “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন” শীর্ষক “আঞ্চলিক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের হল রুমে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন প্রধান, ও একে এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রধান, অধ্যাপক ড. মোঃ গোলাম সরোয়ার।
চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর এর খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। লোনাপানি কেন্দ্র পাইকগাছা খুলনা, এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ লতিফুল ইসলাম।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ মেরিন বায়ো সাইন্স এর অধ্যাপক ড.মোঃআমিনুর রহমান। সিনিয়র পরিচালক এর প্রতিনিধি মোঃ মনিরুল মামুন, শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুন নাহার, উপ-পরিচালক, অনান্য বিজ্ঞানী বৃন্দ, ড. এ,এস,এম তানবিরুল হক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ আরিফুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, রাবিনা আক্তার লিমা, বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ সোয়েবুল ইসলাম বৈজ্ঞানিক কর্মকর্তা।
এছাড়াও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী।মৎস্য চাষী ও উদ্দোক্তা।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ মৎস্য গবেষনা ইনিষ্টিটিউট এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন এই কর্মশালায় অংশগ্রহন করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.