টানা দুই জয়ে নকআউটে বায়ার্ন মিউনিখ

বিটিসি স্পোর্টস ডেস্ক: অভিযান শুরুর ম্যাচে রেকর্ড ব্যবধানে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে কিছুটা পরীক্ষার মুখে পড়ল বায়ার্ন মিউনিখ। তবে তাদের জয়রথে বাধা হতে পারল না বোকা জুনিয়র্স। টানা দ্বিতীয় জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল জার্মান চ্যাম্পিয়নরা।
ফ্লোরিডায় হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে ২-১ গোলে জিতেছে বায়ার্ন।
প্রথম ম্যাচে তারা ‘অ্যামেচার দল’ নিউ জিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করে। ক্লাব বিশ্বকাপের পুরোনো ও নতুন সংস্করণ মিলিয়ে এত বড় ব্যবধানে আগে জিততে পারেনি কোনো দল।
আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষেও শুরুর দিকে এগিয়ে যায় বায়ার্ন। অষ্টাদশ মিনিটে কিংসলে কোমানের পাস পেয়ে গোলটি করেন হ্যারি কেইন। ৬৬তম মিনিটে সমতা টেনে অঘটনের সম্ভাবনা জাগান উরুগুয়ের ফরোয়ার্ড মিগেল মেরেন্তিয়েল।
ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে, আক্রমণেও আধিপত্য করে তেমন কিছু হতে দেয়নি বায়ার্ন। ৮৪তম মিনিটে কেইনের বাড়ানো বল ধরে ব্যবধান গড়ে দেন মাইকেল ওলিসে। প্রথম ম্যাচেও দুটি গোল করেছিলেন এই ফরাসি মিডফিল্ডার।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা, পরের ধাপে ওঠার জোরাল সম্ভাবনা আছে তাদের।
১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বোকা জুনিয়র্স। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা আছে তাদেরও, তবে শেষ রাউন্ডে বড় জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে বায়ার্নের বিপক্ষে বেনফিকা যেন হারে।
আগামী মঙ্গলবার একই সময়ে মাঠে গড়াবে ম্যাচ দুটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.